প্রীতিলতা ওয়াদ্দেদার

প্রীতিলতা ওয়াদ্দেদার //বাঙালির ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রণী নেত্রী

প্রীতিলতার বিপ্লবী স্বপ্ন

– বাঙালির ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রণী নেত্রী

“ প্রীতিলতার নিষ্পাপ দৃষ্টির উত্তরণ ,
স্বপ্নের রঙে আঁকা আত্ম ত্যাগের বিপ্লবী জীবন।

পূনঃজন্মে রাজপ্রাসাদে থাকার চাইতেও সর্বোত্তম সুন্দর স্বপ্ন,
বাঙালির ভিনদেশী শোষন মুক্ত স্বাধীন রাষ্ট্রের অবস্থান।

পুনঃজনমে কাল্পনিক স্বর্গের সুখের চাইতেও উত্তম মনোরম,
লিঙ্গ বৈষম্যহীন সমাজ উত্তরনের উষ্ণ আহ্বান।

বিবেকের তাড়ণায় নিরীহ প্রাণীর
নাশের ভয় সর্ব শ্রেষ্ঠ সত্য।
স্বাধীনতার তরে জীবন বিপন্ন
হওয়া, বীর সৈনিকের বৈপ্লবিক জীবন।

আজও অম্লান, বিপ্লবী নারী প্রীতিলতার শ্রেষ্ঠ সন্মান,
শোষণ মুক্ত স্বাধীন রাষ্ট্রের প্রত্যয়ে যে নারী করল জীবন দান।

প্রীতিলতা ওয়াদ্দেদার

প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন সাহসী ও অনন্য নারী বিপ্লবী। তিনি চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন এবং আত্মাহুতি দেন দেশমাতৃকার জন্য।

১৯১১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী প্রীতিলতা ছিলেন একজন মেধাবী ছাত্রী এবং চট্টগ্রাম কলেজ ও কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয় হতে তিনি বিপ্লবী দল “ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি”-তে যোগ দেন।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের নেতৃত্ব দিয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেন। এই অভিযানে তিনি গুলিবিদ্ধ হন এবং ধরা পড়ার পরিবর্তে সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

তার আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। প্রীতিলতা ওয়াদ্দেদার আমাদের ইতিহাসের গর্ব এবং নারীদের সাহসিকতার প্রতীক।

আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না!

লেখা ও গবেষণা: চট্টগ্রাম চারু | আমাদের ব্লগ দেখুন

Comments

Popular posts from this blog

Modern Society: Are Smartphones Killing Curiosity?

Education is the spine of nation