রাজবাড়ি জেলার দর্শনীয় স্থানসমূহ#Tourist spot of Rajbari # All tourist spot/place in rajbari
রাজবাড়ি জেলার দর্শনীয় স্থান | ||
---|---|---|
স্থানের নাম | অবস্থান | উপজেলা |
কুঠি পাচুরিয়া বাবুর বাড়ি | রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়ার অন্তর্গত মুকুন্দিয়া গ্রামে | রাজবাড়ি সদর |
ডি এন সাহা স্মৃতি মন্দির | মুকুন্দিয়া গ্রামে কুঠি পাচুরিয়া বাবুর বাড়ি থেকে ১.৫কি.মি. | রাজবাড়ি সদর |
বিনয় ভুষণ সাহার বাড়ি | পাচুরিয়া ইউনিয়ন পরিষদ হয়ে ২.৫ কি.মি.রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়ন এর খানাখানা গ্রামে। | রাজবাড়ী সদর |
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন | অবস্থানগত দিক থেকে বিদ্যালয়টি শহরের ইংলিশ মার্কেট (মার্কেট) এর বিপরীতে শহরের প্রধান সড়ক সংলগ্ন এবং বড় বাজারের অদূরেই অবস্থিত। | রাজবাড়ী সদর |
গোদার বাজার ঘাট | রাজবাড়ী সদর উপজেলার আলিপুরর ইউনিয়নের ৩নং ওয়ার্ডভুক্ত আলাদিপুর গ্রামে অবস্থিত। | রাজবাড়ী সদর |
শংকর মিষ্টান্ন ভান্ডার | টিন পট্টি, রাজবাড়ি সদর(বিখ্যাত চমচম)০১৭১৮-২১৫৮৫৯ | রাজবাড়ী সদর |
রথখোলা স্নানমঞ্চ | রাজাবাড়ী শহর থেকে দুই স্টেশন পশ্চিমে প্রাচীন হড়াই নদীর তীরে বর্তমান পদ্মার কাছাকাছি বেলগাছি একটি ঐতিহ্যবাহী স্থান। বেলগাছির অদূরে হাড়োয়ায় স্থাপিত হয়েছে কষ্টিপাথরের মদন মোহন জিউর । মদন মোহনের মূর্তিটি পাল আমলের । বেলগাছিতে রাম জীবনের নামে গড়ে ওঠে আখড়া। রাম জীবনের স্মৃতিচিহ্ন হিসেবে সেখানে স্নানমঞ্চ ও দোলমঞ্চের ধ্বংসাবশেষ রয়েছে। | রাজবাড়ী সদর |
কল্যাণদিঘী | বালিয়াকান্দি ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এই দিঘীটি । রাজবাড়ী শহর থেকে ৬মাইল পশ্চিমে নবাবপুর ইউনিয়নে রাজধারপুর গ্রাম। রাজধারপুর গ্রামের পাশে কল্যাণ দিঘী। | বালিয়াকান্দি |
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র-পদমদী | বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের সমাধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। | বালিয়াকান্দি |
নলিয়া জোড় বাংলা মন্দির | বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন, এটি অনাদি আশ্রম বলে পরিচিত। | বালিয়াকান্দি |
সমাধি নগর মঠ | বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন, এটি অনাদি আশ্রম বলে পরিচিত। | বালিয়াকান্ |
হরি ঠাকুর বাড়ি | নলিয়া জোড় বাংলা মন্দির থেকে ৬৫০ মিটার দূরত্ব | বালিয়াকান্দি |
দৌলতদিয়া ঘাট | ব্রিটিশ আমলে গোয়ালন্দকে বলা হতো গেটওয়ে অব বেঙ্গল। লঞ্চঘাটটি দৌলতদিয়া ঘাট নামে পরিচিত। এখানে বাংলাদেশের দুটি বড় নদী পদ্মা ও যমুনার মিলন ঘটেছে। পদ্মার ইলিশের জন্যও জায়গাটি বিখ্যাত ছিল সে সময়। | গোয়ালন্দ |
আপনার যদি রাজবাড়ি জেলার আরও দর্শনীয় স্থানের তথ্য থাকে, অনুগ্রহ করে মন্তব্যের মাধ্যমে আমাদের জানান।
Comments
Post a Comment