গোপাল গঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ//Tourist spot of Gopalganj //Tourist place in Gopalganj //All tourist spot/place in Gopalganj // Top tourist attraction from Gopalganj//BANGLADESH
গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থান | ||
---|---|---|
স্থানের নাম | অবস্থান | উপজেলা |
উজানী রাজবাড়ি | মুকসুদপুর উপজেলা সদর থেকে দক্ষিণ দিকে মুকসুদপুর -উজানী সড়কে ২০ কি.মি দূরবর্তী উজানী রাজবাড়িতে পৌছানো যায়। | মুকসুদপুর |
ছোট বনগ্রাম জমিদার বাড়ি/ভুঁইয়া বাড়ি | মুকসুদপুর উপজেলার ছোট বনগ্রাম গ্রামে অবস্থি এক ঐতিহাসিক জমিদার বাড়ি |
মুকসুদপুর |
গিরিশ চন্দ্র সেনের বাড়ি | গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া থেকে এক কি.মি. উত্তরে ছোট কাঁচা রাস্তা ধরে জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়িতে যেতে হয়। | কাশিয়ানী |
ওড়াকান্দি ঠাকুর বাড়ি | উপজেলা সদর হতে তিরছড়া বাসস্ট্যান্ড হয়ে পূর্বে বাইপাস সড়ক দিয়ে খাগড়াবাড়ীয়া-আড়ুয়াকান্দি হয়ে ওড়াকান্দি ঠাকুর বাড়ী যেতে পারবেন। | কাশিয়ানী |
আড়পাড়া মুন্সীবাড়ি | গোপালগঞ্জ শহর থেকে একটু দূরে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে আড়পাড়া নামক গ্রামে অবস্থিত। গোপালগঞ্জ জেলা শহর থেকে নিমতলী মোড় পেড়িয়ে আরো কিছুটা এগিয়ে গেলে আড়পাড়া মুন্সিবাড়ি, ভেড়ারহাটের অপর পাড়ে আড়পাড়া গ্রাম। | গোপালগঞ্জ সদর |
শাপলার রাজ্য/বিল | সাতলা গ্রাম, গোপালগঞ্জের উজিরপুরের নয়ন কান্দি গ্রামে অবস্থিত । | গোপালগঞ্জ সদর |
বিটরুট ক্যানেল | মাদারীপুর-গোপালগঞ্জ মহাসড়ক ও আড়পাড়া মুন্সীবাড়ির পাশ দিয়ে সরল পথে প্রবহত একটি ঐতিহ্যবাহী খাল । বিলরুট ক্যানেলের মাধ্যমে টেকেরহাট এলাকায় আড়িয়াল খাঁ ও মধুমতি নদী একত্রে মিলিত হয়েছে। | গোপালগঞ্জ সদর |
ঐতিহ্যবাহী কোর্ট মসজিদ | গোপালগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার কেন্দ্রীয় মসজিদ কোর্ট মসজিদ।গোপালগঞ্জ কেন্দ্রীয় মসজিদ ও বলে। | গোপালগন্জ সদর |
শুকদেবের আশ্রম | সদর উপজেলাধীন তেঘরিয়া মৌজায় বৈরাগীর খালপাড় ছুঁয়ে শুকদেবের আশ্রমটি অবস্থিত। | গোপালগঞ্জ সদর |
সেন্ট মথুরানাথ এজি চার্চ | গোপালগঞ্জ জেলা সদরে থানাপাড়ায়। | গোপালগঞ্জ সদর |
সর্বজনীন কালিমন্দির | সদর জপজেলাধীন খাটরা মৌজায় মন্দিরটি অবস্থিত। | গোপালগঞ্জ সদর |
বধ্যভূমি স্মৃতি মন্দির | গোপালগঞ্জ সদর। | গোপালগঞ্জ সদর |
বঙ্গবন্ধুর সমাধি সৌধ | গোপালগঞ্জ শহর থেকে ১৯কি.মি দূরে অবস্থিত টুঙ্গিপাড়া গ্রাম। | টুঙ্গীপাড়া |
শেখ রাসেল শিশু পার্ক | মধুমতী নদীর তীরে টংঙ্গীপাড়ায় অবস্থিত। | টুংঙ্গীপাড়া |
হরিণহাটি জমিদার বাড়ি | কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি নামক স্থানে অবস্থিত। | কোটালীপাড়া |
সুকান্ত ভট্টাচার্যের | কোটালিপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি। | কোটালীপাড়া |
---০৫টি উপজেলা(গোপালগঞ্জ সদর, টুংগীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর) |
Comments
Post a Comment