কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থানসমূহ//Tourist spot of Kurigram//Tourist place in Kurigram//All tourist spot/place in Kurigra// Top tourist attraction from Kurigram//BANGLADESH
কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থান | ||
---|---|---|
স্থানের নাম | অবস্থান | উপজেলা |
চান্দামারী মসজিদ | রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়নের মন্ডলপাড়ায়, রাজারহাট উপজেলা থেকে ৪কি.মি. দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। | রাজারহাট |
শাহী মসজিদ | রাজারহাট উপজেলা সদর থেকে ১ কি.মি উত্তর-পূর্ব দিকে ব্যাপারী পাড়াশাহী মসজিদ | রাজারহাট |
পাঙ্গা জমিদার বাড়ির ধ্বংসাবশেষ | কুড়িগ্রাম জেলা সদর থেকে ৫ কি.ম উত্তর-পশ্চিমে রাজার হাট উপজেলার ছিনািই ইউনিয়নে অবস্থিত। | রাজারহাট |
সিন্দুরমতি দিঘী | কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি মৌজায় সিন্দুরমতি দিঘী অবস্থিত। | রাজারহাট |
কোঠেশ্বর শিব মন্দির | রাজারহাট উপজেলায়। | রাজারহাট |
মুন্সিবাড়ী | উলিপুর উপজেলা সদর থেকে ৭কি.মি. পূর্বদিক কোণে ধরণীবাড়ি ইউনিয়নে মুন্সবাড়ি অবস্থিত। | উলিপুর |
চন্ডী মন্দির | উলিপুর উপজেলা সদর থেকে ৩কি.মি পূর্বদিকে ধামশ্রেণী নামক স্থানে অবস্থিত। | উলিপুর |
দোলমঞ্চ | উলিপুর উপজেলা সদর থেকে ৩কি.মি. পূর্বদিকে ধামশ্রেণী নামক স্থানে ধ্বংসপ্রাপ্ত এ মন্দিটি অবস্থিত। | উলিপুর |
চিলমারী বন্দর | কুড়িগ্রাম জেলা সদর থেকে ৩৫কি.মি. দক্ষিণে ব্রক্ষপুত্র নদীর তীরে অবস্থিত। | কুড়িগ্রাম সদর |
মোগলবাসা ভাটলার সুইচগেট | জেলাপ্রশাসক কার্যালয় কুড়িগ্রাম থেকে। | কুড়িগ্রাম সদর |
ধরলা ব্রিজের পাড়-পিকনিক স্পট | ******* | কুড়িগ্রাম সদর |
মুক্তিযুদ্ধের স্মৃতিফলক | কুড়িগ্রাম জেলা শহরের মধ্য দিয়ে ধরলা নদীর দিকে যেতে নাগেশ্বরী-ভুরুংগামারী সড়কে মুক্তিযুদ্ধের এ স্মৃতিফলক অবস্থিত। | কুড়িগ্রাম সদর |
স্বাধীনতার বিজয় স্তম্ভ | কুড়িগ্রাম-উলিপুর সড়ক সংলগ্ন সহান কুড়িগ্রাম মহিলা কলেজ এলাকায় অবস্থিত। | কুড়িগ্রাম সদর |
পাঙ্গা জমিদার বাড়ির কামান | কুড়িগ্রাম বিডিআর অফিসের গেটের সামনে মোগল আমলের দুটি কামান আছে। | কুড়িগ্রাম সদর |
বঙ্গসোনাহাট ব্রিজ | ভুরুংগামারী উপজেলা সদর থেকে ১০কি.মি পূর্ব দিকে বঙ্গ সোনাহাট ইউনিয়নে বঙ্গ সোনাহাট ব্রিজ অবস্থিত। | ভুরুংমারী |
ভেতরবন্দ জমিদার বাড়ি | কুড়িগ্রাম জেলা সদর থেকে ১৬কি.মি দূরে নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ভেতরবন্দ গ্রামে অবস্থিত। | নাগেশ্বরী |
বেহুলার চর | ******। | রৌমারী |
---৬টি উপজেলা(*******) |
Comments
Post a Comment