সাতক্ষীরা জেলার দর্শনীয় স্থান |
স্থানের নাম |
অবস্থান |
উপজেলা |
শ্যামপুর জমিদার বাড়ি/জমিদার হরিচরনের বাড়ি/নকিপুর জমিদার বাড়ি/রায় চৌধুরীর বাড়ি |
শামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। |
শ্যামনগর |
কলাগাছিয়া ইকোট্যুরিজম পার্ক |
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ অথবা নীলডুমুর ঘাট থেকে ট্রলারে কলাগাছিয়া যেতে হয় । |
শ্যামনগর |
যশোরেশ্বরী কালী মন্দির |
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির , সতীর পীঠস্থান । ঈশ্বরীপুর গ্রামে সতীর অট্টালিকা দেখতে পাওয়া যায় যা লোকমুখে হাবসিখানা নামে পরিচিত। |
শ্যামনগর |
ঈশ্বরীপুর হাম্মামখানা |
শ্যামনগর উপজেলায় অবস্থিত । সাতক্ষীরায় অবস্থিত মায়ের বাড়ি অতিক্রম করে দক্ষিণ দিকে গেলে প্রাচীন একটি অট্টালিকা দেখতে পাওয়া যায় যা লোকমুখে হাবসিখানা নামে পরিচিত। |
শ্যামনগর |
যীশুর গির্জা |
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশে নির্মিত প্রথম খ্রিস্টান গীর্জা। |
শ্যামনগর |
গোবিন্দ দেবেন মন্দির ঢিবি |
শ্যাম নগর উপজেলার একটি পুরাকীর্তি। শ্যামনগর বাস স্ট্যান্ড থেকে প্রায় দুই কি.মি. পশ্চিমে যমুনা নদীর পশ্চিম পাড়ে গোপালপুর ঘোষপাড়ায় এই মন্দির ঢিবি অবস্থিত। |
শ্যামনগর |
জাহাজ ঘাটা হাম্মামখানা ও প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ |
শ্যামনগর উপজেলায় খানপুর গ্রামে অবস্থিত। কলিগঞ্জ থেকে শ্যামনগর যাওয়ার পথে খানপুর পড়ে । পাকা রাস্তার পূর্ব পাশে নৌ সেনাপতি ডুডলির নাম অনুসারে বর্তমানে ডুডলি গ্রামে জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ডক ছিলো। |
শ্যামনগর |
গোবিন্দ দেবের মন্দির ঢিবি | শ্যামনগর উপজেলায় খানপুর গ্রামে অবস্থিত।কালিগঞ্জ থেকে শ্যামনগর যাওয়ার পথে খানপুর পড়ে। পাকা রাস্তার পূর্বপাশে নৌ সেনাপতি ডুডলির নাম অনুসারে বর্তমানে ডুডলি গ্রামে জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ডক ছিলো। |
শ্যামনগর |
আকাশনীলা ইকো ট্যুুরিজম সেন্টার |
শ্যামনগর উপজেলার একটি পুরাকীর্তি। শ্যামনগর বাস স্ট্যান্ড থেকে প্রায় দুই কি.মি পশ্চিমে যমুনা নদীর পশ্চিম পাড়ে গোপালপুর ঘোষপাড়ায় এই মন্দির ঢিবি অবস্থিত। |
শ্যামনগর |
মান্দারবাড়ী সমুদ্র সৈকত |
বঙ্গোপসাগরের এক নয়নাভিরাম বেলাভুমি। হাড়িয়াভাঙ্গা নদীর তীরের এক পাশে সুন্দরবন এবং অন্য পাশে মান্দার বাড়িয়া সমুদ্র সৈকত। সাতক্ষীরা সদর থেকে বুড়িগোয়ালীনির দূরত্ব প্রায়া ৭০ কি.মি । বুড়িগোয়ালিনীর নীল ডুমুর নৌঘাট থেকে মান্দার বাড়িয়া সমুদ্র যাওয়ার ইন্জিন চালিত নৌকা, স্টিমার , স্পিড বোট পাওয়া যায়। স্টিমার ও ইন্জিন চালিত নৌকায় সমুদ্র সৈকতে যেতে ৬ থেকে ৭ ঘন্টা সময় লাগে। স্পিড বোটে মান্দারবাড়িয়া যেতে ২ থেকে আড়াই ঘন্টা সময় লাগে। |
শ্যামনগর |
নলতা শরীফ |
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে অবস্থিত। নলতা শরীফে অবস্থিত জাদুঘর সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। সাতক্ষীরা থেকে কালীগঞ্জ গামী যেকোনো যানবাহনে নলতা শরীফ যেতে পারবেন তবে নলতা শরীফের অবস্থান সাতক্ষীরা -কালীগঞ্জ সড়কের পাশে নলতা বাস স্ট্যানন্ডের কাছে তােই বাসে যাওয়াই উত্তম। কালীগঞ্জ উপজেলা সদর থেকে ৮ কি.মি দূরে নলতা শরীফের অবস্থান। |
কালীগঞ্জ |
সাত্তার মোড়লের স্বপ্নবাড়ি |
সাতক্ষীরা শহর থেকে ৩৪ কি.মি দূর কালীগঞ্জ উপজেলা সদর থেকে আরো প্রায় ১২ কি.মি বাঁশতলা বন্দকাঠির বাড়ি। |
কালীগঞ্জ |
দেবহাটা জমিদার বাড়ী |
দেবহাটা উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ী। |
দেবহাটা |
ছয়ঘরিয়া জোড়া শিবমন্দির |
সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র ৬ কি.মি দূরে ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের এক বিশাল দীঘির পাড়ে জোড়া শিবমন্দির দুটি অবস্থিত। |
সাতক্ষীরা সদর |
অন্নপূর্ণা মন্দির /মায়ের বাড়ি |
সাতক্ষীরা জেলার সদর উপজেলায় অবস্থিত। অন্নপূর্ণা মন্দিরর বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা। হিসেবে স্বীকৃত । সদর উপজেলা থেকে ১ কি.মি পূর্বদিকে অবস্থিত। এলাকাটি মায়ের বাড়ি নামেই পরিচিত । একই স্থানে পাঁচটি ভিন্ন মন্দির অবস্থিত। সেগুলি হল- কালী মাতা মন্দির , শিবমন্দির , কালভৈরব মন্দির, অন্নপূর্ণা মন্দির , রাধাগোবিন্দ মন্দির অবস্থিত বলে একত্রে সাতক্ষীরা পঞ্চমন্দির বলা হয়। |
সাতক্ষীরা সদর |
মোজাফরাবাদ রিসোর্ট |
সাতক্ষীরা শহরের জিরো পয়েন্ট হতে ৪কি.মি দূরে খড়িবিলা নামক স্থানে অবস্থিত। |
****** |
***** |
*****। |
**** |
**** |
******* |
****** |
****** |
******। |
****** |
---টি উপজেলা(*******) |
Comments
Post a Comment