দিনাজপুর জেলার দর্শনীয় স্থানসমূহ#Tourist spot of Dinajpur# Tourist place in Dinajpur# All tourist spot/place in Dinajpur# Top tourist attraction from Dinajpur
দিনাজপুর জেলার দর্শনীয় স্থান | ||
---|---|---|
স্থানের নাম | অবস্থান | উপজেলা |
রামসাগার দিঘী | রামসাগর দীঘি মানুষের খনন করা বাংলাদেশের সবচেয়ে বড় দিঘী যা দিনাজপুর জেলার তেজপুর গ্রামে অবস্থিত। দিনাজপুর শহর থেকে প্রায় ৭ কি.মি দূরে রামসাগর দীঘি অবস্থিত। | জেলা শহর |
কান্তজির মন্দির | ১৮ শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে ২০ কি.মি দূরে দিনাজপুর-তেতুলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেঁপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত। | |
নয়াবাদ মসজিদ | দিনাজপুর জেলা শহর থেকে ২০ কি.মি. দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে ১.১৫ বিঘা জমির উপর নয়াবাদ মসজিদটি অবস্থিত। | কাহারোল |
নবাবগঞ্জ জাতীয় উদ্যান | দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫১৮ হেক্টরের পঞ্চবটীর বনটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় ২০১০ সালের ২৪ অক্টোবর । বনের মাঝখানে প্রায় ৬০০ একরের আশুরার বিল দেশীয় মাছের অভয়াশ্রম। | নবাবগঞ্জ |
দিনাজপুর রাজবাড়ী | শহরের উত্তর-পূর্বে রাজারামপুর গ্রামের কাছে রাজ বাটিকা এলাকায় অবস্থিত এই দর্শনীয় স্থানটি। | ****** |
সিংড়া জাতীয় উদ্যান | দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভগনগরে অবস্থিত এই বনাঞ্চলটি সিংড়া মৌজার অন্তর্গত বলে এর নাম হয়েছে সিংড়া ফরেস্ট।প্রায় ৮৫৬ একর বনাঞ্চলটির প্রায় ৭৫৬ একর জায়গাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় ২০১০ সালে। | বীরগঞ্জ |
স্বপ্নপুরী পার্ক | এই পার্কটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে প্রায়া ৪০০ একর ভুমির উপর গড়ে তোলা হয়েছে। সড়কপথে দিনাজপুর থেকে স্বপ্নপুরী দূরত্ব প্রায় ৫২ কি.মি. । সমগ্র বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী চিত্তবিনোদনের জন্যে স্বপ্নপুরীতে বেড়াতে আসেন। | নবাবগঞ্জ |
লিচু বাগান | দিনাজপুরের দেশব্যাপি সুখ্যাতি মূলত এর লিচুর জন্যে । এখানকার ১৩টি উপজেলাতেই চাষ হয় লিচুর । ছোট-বড়ো সব মিলিয়ে গোটা দিনাজপুর জেলায় মোট তিন হাজার ১২৮ টির ও বেশি লিচু বাগান আছে, যেখানে লিচু গাছের সংখ্যা প্রায় দুই লাখ ২০ হাজারের মতো। দিনাজপুরের প্রসিদ্ধ লিচুর বাজার এলাকার নাম পৌরসভা নিউমার্কেট। | ****** |
দীপশিখা মেটি স্কুল | বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে অবস্থিত এই দীপশিখা স্কুল যা মাটির তৈরি একটি ভিন্নধর্মী। বিদ্যানিকেতন। | বিরল |
সুরা মসজিদ | ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে ৩ কি.মি. পশ্চিমে গেলে পাকা রাস্তার উত্তরধারে ৩৫০-২০০ গজ আয়তন বিশিষ্ট বিশাল একটি পাড়ওয়ালা দীঘির দক্ষিণ ধারে মসজিদটি অবস্থিত। | ঘোড়াঘাট |
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায়া ১০ কি.মি । দিনাজপুর শহর থেকে অটোরিক্সা বা সি এনজি ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ে পৌছাঁতে পারা যায়। | **** |
--১৩টি উপজেলা( কাহারোল, খানসামা, ঘোড়াঘাট, চিরিরবন্দর, দিনাজপুর সদর, নবাবগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরল বিরামপুর, বীরগঞ্জ, বোচাগঞ্জ ও হাকিমপুর ) |
Comments
Post a Comment