প্রীতিলতা ওয়াদ্দেদার //বাঙালির ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রণী নেত্রী প্রীতিলতার বিপ্লবী স্বপ্ন – বাঙালির ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রণী নেত্রী “ প্রীতিলতার নিষ্পাপ দৃষ্টির উত্তরণ , স্বপ্নের রঙে আঁকা আত্ম ত্যাগের বিপ্লবী জীবন। পূনঃজন্মে রাজপ্রাসাদে থাকার চাইতেও সর্বোত্তম সুন্দর স্বপ্ন, বাঙালির ভিনদেশী শোষন মুক্ত স্বাধীন রাষ্ট্রের অবস্থান। পুনঃজনমে কাল্পনিক স্বর্গের সুখের চাইতেও উত্তম মনোরম, লিঙ্গ বৈষম্যহীন সমাজ উত্তরনের উষ্ণ আহ্বান। বিবেকের তাড়ণায় নিরীহ প্রাণীর নাশের ভয় সর্ব শ্রেষ্ঠ সত্য। স্বাধীনতার তরে জীবন বিপন্ন হওয়া, বীর সৈনিকের বৈপ্লবিক জীবন। আজও অম্লান, বিপ্লবী নারী প্রীতিলতার শ্রেষ্ঠ সন্মান, শোষণ মুক্ত স্বাধীন রাষ্ট্রের প্রত্যয়ে যে নারী করল জীবন দান। ...
Comments
Post a Comment