মাদারীপুর জেলার দর্শনীয় স্থানসমূহ#Tourist spot of Madaripur# Tourist place in Madaripur# All tourist spot/place in Madaripur# Top tourist attraction from Madaripur
মাদারীপুর জেলার দর্শনীয় স্থান | ||
---|---|---|
স্থানের নাম | অবস্থান | উপজেলা |
খালিয়া জমিদার বাড়ি/রাজা রামমোহন রায়ের বাড়ি | বাজৈর উপজেলার খালিয়া নামক গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি | রাজৈর |
রাজারাম মন্দির | টেকের হাট রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নে অবস্থিত । খালিয়া জমিদার বাড়ি মন্দির ও বলে থাকে। | রাজৈর |
গনেশ পাগলের আশ্রম | রাজৈর উপজেলার কদম বাড়ি দিঘীর পাড়ে অবস্থিত । | রাজৈর |
খলিয়া শান্তি কেন্দ্র | খালিয়া, রাজৈর | রাজৈর |
চরমুগুরিয়া ইকোপার্ক | মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর নামক গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি , মিঠাপুর বাজারের পাশেই। | মাদারীপুর সদর |
শকুনি দিঘী | মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মানবসৃষ্ট দিঘী । স্থানীয়দের কাছে এটি মাদারীপুর লেক হিসেবে সুপরিচিত। | মাদারীপুর সদর |
আউলিয়াপুর নীলকুঠি | মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আওলিয়াপুর গ্রামে এ নীলকুঠি অবস্থিত । ডানলপ সাহেবের নীলকুঠি নামেও পরিচিত। | মাদারীপুর সদর |
প্রণব মঠ, বাজিতপুর | মাদারীপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাজিতপুরে মঠটি অবস্থিত। | মাদারীপুর সদর |
মঠের বাজার মঠ, খোয়াজপুর | মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজারে মঠটি অবস্থিত। | মাদারীপুর সদর |
কুলপদ্দী জমিদার বাড়ি | শকুনি দিঘী থেকে ২ কি.মি স্থানীয়ভাবে সাহা বাড়ি নামে পরিচিত ,ঝাউদিঘী ইউনিয়নে। । | মাদারীপুর সদর |
শশী রায়ের বাড়ি | কুলপদ্দী জমিদার বাড়ির পাশে, ঝাউদিঘী ইউনিয়নে, ইউনিয়ন জরিপ কর্মকর্তা বাস করে। | মাদারীপুর |
ঝাউদি গিড়ি | শশী রায়ের বাড়ি থেকে ৩.৫ কি.মি দূরে। | মাদারীপুর সদর |
পর্বতের বাগান | মোস্তাকপুরে, বাগানের পাশ দিয়ে খরস্রোতা কুমার নদ। | মাদারীপুর সদর |
সেনাপতি দিঘী | কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আমড়াতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে সেনাপতির দিঘীর অবস্থান। | কালকিনি |
সুনীল গঙ্গোপাধ্যায় এর বাড়ি | কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে | কালকিনি |
৪টি উপজেলা(মাদারীপুর সদর,কালকিনি,রাজৈর,শিবচর) |
Comments
Post a Comment