চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থানসমূহ//Tourist spot of Chittagong //Tourist place in Chittagong //All tourist spot/place in Chittagong // Top tourist attraction from Chittagong//BANGLADESH

চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থান
স্থানের নাম অবস্থান উপজেলা
পতেঙ্গা সী-বিচ পতেঙ্গা সী-বিচ চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি স্থান। এই স্থানে যায়নি এমন মানুষের সংখ্যা খুব কম। এটি অনেকটা কক্সবাজার সমুদ্র  সৈকত এর মতো। চট্টগ্রামের যেকোনো স্থান হতে বাস যোগে  এই বীচে যাওয়া যায়।
পতেঙ্গা
বিমানবন্দর ****** পতেঙ্গা
জাতিতত্ব যাদুঘরআগ্রাবাদ মোড়ের ঠিক পাশেই যাদুঘরটি অবস্থিত আগ্রাবাদ
শিশুপার্ক আগ্রাবাদ  হতে পশ্চিম দিকে জাম্বুরী পার্ক  এর পাশেই পার্কটি রয়েছে। আগ্রাবাদ
জাম্বুরী পার্ক আগ্রাবাদ মোড় থেকে পশ্চিমে রিক্সা যোগে  জাম্বুরী পার্কে যাওয়া যায়।  আগ্রাবাদ
চৌচালা বীচ ******। ******
ডি.সি.হিল চট্টগ্রামের যেকোনো জায়গা হতে  ডি. সি . এ যাওয়া যায় যেকোনো যানবাহন ব্যবহার করে। নন্দনকানন
অভয়মিত্র ঘাট কর্ণফুলী ব্রিজ এর পাশেই এইঘাট টি রয়েছে। নিউমার্কেট এর দক্ষিণে অল্প দূরত্বে রয়েছে। নিউমার্কেট
বহদ্দারহাট শিশু পার্ক চট্টগ্রাম বহদ্দারহাট স্টেশন এর পাশেই এই পার্কটি রয়েছে।বহদ্দারহাট
পালকির চর আনোয়ারা চৌমুহনী থেকে সিএনজি যোগে পালকির চর  যাওয়া যায়। আনোয়ারা
মোহসেন আউলিয়া মাজার ******। আনোয়ারা
কানঞ্চনগর পেয়ারা বাগান চট্টগ্রাম জেলা শহর থেকে চন্দনাইশ যাওয়ার পথে কানঞ্চনগর স্থানে নেমে সেইস্থানে হতো সোজা পূর্বদিকে  রিক্সা বা সিএনজি যোগে গেলে পেয়ারা বাগান দেখতে পাওয়া যায়। চন্দনাইশ
শুক্লাম্বর ভট্টচার্য দিঘী চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে  বাসযোগে কালীহাট নেমে  সেখান হতে অটো রিক্সা বা সিএনজি যোগে  দিঘীতে যাওয়া যায়।   দিঘীটি অনেক বড়ো । কথিত আছে , দিঘীতে মানত করলে সে মানতটির ফল পাওয়া যায়। চন্দনাইশ
ফয়েজলেক ******।
ভাটিয়ারি সানসেট পয়েন্ট ******।
আকিলপুর বীচ ******।
বাঁশবাড়িয়া বীচ ******।
সুপ্তধারা ঝর্ণা ******। মীরসরাই
ছাগলনাইয়া ঝর্ণা ******। মীরসরাই
******। মীরসরাই
******। মীরসরাই
******। মীরসরাই
******। মীরসরাই
******।
******।
******।
******।
১৫টি উপজেলা( মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সন্দ্বীপ, বোয়ালখালি, আনোয়ারা, বাঁশখালী, কর্ণফুলী।)

Comments

Popular posts from this blog

Modern Society: Are Smartphones Killing Curiosity?

Education is the spine of nation

প্রীতিলতা ওয়াদ্দেদার