শেষ প্রহর
নুপুরের ভালোবাসার সুর একদিন থেমিয়ে যাবে, শেষ রাতের প্রহরের আলিঙ্গনে। ঊর্মির ছল ছল নান্দনিক নৈসর্গিক নদের ভালোবাসা আর বৈইবেনা আর নদে, জীবনের শেষ প্রহরের মহা প্রেমে। শুভ্র আকাশে ডানা মেলে সাদা বক উড়বে মুক্ত মনে, শুধু শৈশবের স্মৃতি হারিয়ে যাবে একদিন সময়ের বিবর্তনের অন্ধকারে। দুর্বল বিবেকের আনায় আসবে রোদ নক্ষত্রের স্বচ্ছতায় প্রজ্ঞার নিখুঁত ভালোবাসায়। মানব পুত্র বুদ্ধের অষ্ট মহাসত্য প্লাবিত হবে একদিন এ ধারায়, নিখুঁত বিশ্বশান্তি আর চরম শান্তির প্রত্যাশায়। পার্থিব্য জীবনের মিথ্যে আবরন একদিন লজ্জিত হবে জীবনের শেষ প্রহরের আঁধারে। শুধু প্রজ্ঞার সত্যগুলো আমাদের বাঁচিয়ে রাখবে জীবনের ওপারে। .......................................................কনোজ কুমার বড়ুুয়া।